Content area
নদীতে পয়ঃনিষ্কাশনের চিত্রগ্রহণের জন্যে এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে
[ Image removed: ]একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে যে তিন জন প্রকৃতি মাতা কর্মী ১৭ জুন ২০২১ তারিখে নমপেনের নদীর তীরে অনুরূপ একটি নর্দমার তোলা ছবির মতো টনলে সাপে বয়ে যাওয়া নর্দমাটির দৃশ্যধারণ করছিলেন। ভিওডি ইংরেজির ছবি ও ক্যাপশন
মাইকেল ডিকিনসনের অতিরিক্ত প্রতিবেদনসহ মেক দারার এই নিবন্ধটি মূলত কম্বোডিয়ার একটি স্বাধীন সংবাদ সাইট ভিওডি সংবাদের প্রকাশিত হয়েছিল এবং বিষয়বস্তু ভাগাভাগি করে নেওয়ার একটি চুক্তির অংশ হিসেবে এটি গ্লোবাল ভয়েসেসে পুনঃপ্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা “বিদ্রোহী” গোষ্ঠী সরকারকে পতনের জন্যে বিদেশি অর্থ ব্যবহার করছে বলে অভিযোগ করার পর এই সপ্তাহে কম্বোডিয়ায় পরিবেশ সংগঠন প্রকৃতি মাতার চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ জুন তারিখে গ্রেপ্তারকৃতদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্যে জাতীয় পুলিশের মুখপাত্র ছায় কিম খোইন অথবা পৌর আদালতের কোন মুখপাত্র কারো সাথেই যোগাযোগ করা যায়নি।
১৬ জুন কর্মীদের তিনজনকে নমপেনে এবং চতুর্থজনকে কান্দাল প্রদেশের হেফাজতে নেওয়া হলেও ১৭ জুন কিম খোইন কেবল তিনজনকে গ্রেপ্তারের কথা বলেছেন।
কম্বোডীয় মানবাধিকার কেন্দ্র বৃহস্পতিবার জারি করা একটি সতর্কবার্তায় বলেছে চারজন কর্মীই পরিবেশ গ্রুপ প্রকৃতি মাতার সদস্য। কেন্দ্র জানিয়েছে যে নমপেনে গ্রেপ্তার হওয়া তিনজন টনলে সাপ নদীতে প্রবাহিত নর্দমার চিত্রগ্রহণ করছিল।
গতবছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া প্রকৃতি মাতার আরো তিনজন কর্মীকে গত মাসে উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১৭ জুন তারিখে কিম খোইন বলেছেন এই সপ্তাহে গ্রেপ্তার হওয়া তিনজন সক্রিয় কর্মীকে হয়তো পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় ষড়যন্ত্রের আরো গুরুতর একটি অভিযোগের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খিয়ু সোফিয়াক বলেছেন যে সরকারের নীতিমালায় পরিবেশ ও বন সুরক্ষা করতে চাওয়া হয়েছে যাকে এই লক্ষ্যে কর্মরত নাগরিক সমাজসহ জনগণ স্বাগত জানিয়েছে। সোফিয়াক বলেছেন:
কিন্তু এই গোষ্ঠীটির কথা আলাদা, কারণ কর্তৃপক্ষের কাছে প্রমাণ রয়েছে যে তারা সরকারের পতন ঘটাতে [জনগণের] বিদ্রোহ উস্কে দিতে বিদেশী অর্থ পেয়েছে। তাদের যে কাউকে গ্রেপ্তারের জন্যে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। দয়া করে, তাদের সবাইকে আদালতে গিয়ে এর সমাধান এবং তাদের আইনজীবীদেরকে তাদের রক্ষা করতে বলেন। তারা তাদের অর্থ কোথা থেকে পেল? তারা কি অর্থ ব্যবহার করেছে? করে থাকলে কোন উদ্দেশ্যে? সত্যিকার অর্থে, তারা পরিবেশ রক্ষা করতে চাইলে আনন্দের সঙ্গে আমরা একসাথে কাজ করতে রাজি।
২০১৫ সালে কম্বোডিয়া থেকে নির্বাসিত এবং বর্তমানে স্পেনে বসবাসরত প্রকৃতি মাতা’র সহ-প্রতিষ্ঠাতা আলেহান্দ্রো গঞ্জালেজ-ডেভিডসন বলেছেন, কিছু কম্বোডীয় তরুণের নদীর দিকে প্রবাহমাণ পয়ঃনিষ্কাশনের কয়েকটি ছবি তোলার মধ্যে যখন সরকার শত্রু ও ষড়যন্ত্র খুঁজে পায় তখন সরকার আসলে একটি “মানসিক বিকারগ্রস্ত স্বৈরশাসক।” গ্রেপ্তারের বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া বিতর্কিত তথ্য প্রকাশের সমালোচনা করে তিনি বলেন:
আমরা সত্যিকারভাবে একমাত্র যে উপায়ে এটি মোকাবেলা করছি তা হলো: পুনরায় দলবদ্ধ হয়ে, পুনরায় কৌশল তৈরি করে এবং পূর্বের চেয়ে আরো চৌকস ও আরো সংকল্পবদ্ধভাবে।
গঞ্জালেজ-ডেভিডসন বলেছেন যে “নিরাপত্তার কারণে”ই প্রকৃতি মাতা’তে কতজন সদস্য রয়েছে তা তিনি প্রকাশ করতে পারছেন না। তহবিল সম্পর্কে তিনি বলেন, এই গোষ্ঠীর “অর্থের প্রধান উৎস সবসময়েই স্বেচ্ছাসেবা এবং নিজস্ব-তহবিলের পাশাপাশি দেশকে উন্নত দেখতে চাওয়া (দেশে ও বিদেশে থাকা) কম্বোডীয়রা।” গঞ্জালেজ-ডেভিডসন বলেছেন:
যতদিন হুন সেন শাসকগোষ্ঠী রাষ্ট্রের দায়িত্বে থাকবে, ততদিন দুয়ে দুয়ে চার হয় প্রকাশ্যে বলতে পারা যেকোন ব্যক্তি বা গোষ্ঠী হুমকির মধ্যে থাকবে।
মানবাধিকার গোষ্ঠী লিকাধোর পর্যবেক্ষণ ব্যবস্থাপক এম স্যাম অ্যাথ জানিয়েছেন, গ্রেপ্তারগুলোর মানে হলো ভয় দেখানো। তিনি আরো বলেন, “আমরা এটাকে ডাইনি শিকার এবং পরিবেশবাদী কর্মীদের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছি।”
স্যাম অ্যাথ আরো উল্লেখ করেছেন যে পরিবেশবাদী কর্মীদের বিচারের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিক মারফি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর খংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর সর্বশেষ গ্রেপ্তারগুলি ঘটেছে।
১৭ জুন তারিখে যুক্তরাষ্ট্র সরকারি প্রতিষ্ঠান প্রে ল্যাং বন্যজীবন অভয়ারণ্যটির সহায়তা বন্ধ করে তা সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় উদ্যোগগুলিতে পুনপ্রবাহিত করার র্নির্দেশ দিয়েছে।
এর আগে গ্রেপ্তার হওয়া তিন জন প্রকৃতি মাতা কর্মীকে গতমাসে সাজা দেওয়ার পরে ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলীয় দূতাবাস অনলাইনে বার্তা পোস্ট করে বলেছে যে পরিবেশগত সমস্যা নিয়ে শান্তিপূর্ণভাবে কথা বলতে পারা একটি মানবাধিকার।
স্যাম অ্যাথ বলেছেন:
সকল পরিবেশকর্মী হুম্কি ও ভীতি প্রদর্শনের মধ্যে রয়েছে। কর্তৃপক্ষের কাছে কী ধরনের প্রমাণ বা [কী কী] অপরাধ রয়েছে তা আমরা না জানলেও আমরা অতীতে সামাজিক গণমাধ্যম এবং সরেজমিন কর্মকাণ্ডের দিকে দৃষ্টিপাত করলে [সেগুলিকে] পরিবেশ রক্ষার কার্যক্রমই দেখতে পাই। [আসলে] এটি এই দলটির মতো পরিবেশ রক্ষাকারী জনগণের মনোবল ভাঙ্গার উদ্দেশ্য প্রণোদিত।
লিখেছেন VOD অনুবাদ করেছেন Arif Innas · মূল লেখাটি দেখুন [en]
The views expressed in any and all content distributed by Newstex and its re-distributors (collectively, the "Newstex Authoritative Content") are solely those of the respective author(s) and not necessarily the views of Newstex or its re-distributors. Stories from such authors are provided "AS IS," with no warranties, and confer no rights. The material and information provided in Newstex Authoritative Content are for general information only and should not, in any respect, be relied on as professional advice. Newstex Authoritative Content is not "read and approved" before it is posted. Accordingly, neither Newstex nor its re-distributors make any claims, promises or guarantees about the accuracy, completeness, or adequacy of the information contained therein or linked to from such content, nor do they take responsibility for any aspect of such content. The Newstex Authoritative Content shall be construed as author-based content and commentary. Accordingly, no warranties or other guarantees are offered as to the quality of the opinions, commentary or anything else appearing in such Newstex Authoritative Content. Newstex and its re-distributors expressly reserve the right to delete stories at its and their sole discretion.
Copyright Newstex Jun 21, 2021