Content area
গ্লোবাল ভয়েসেস তাদের সংবাদ ও অনুবাদ সাইটগুলো চালু রাখার জন্য একটি অর্থসংগ্রহ প্রচারাভিযান শুরু করেছে
প্রথম প্রকাশ করা হয়েছে যেখানে Global Voices বাংলা ভার্সন
[ নেপালের কাঠমান্ডুতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত গ্লোবাল ভয়সেস শীর্ষ সম্মেলনে উপস্থিত সম্প্রদায়ের সদস্যরা। ছবি জের ক্লার্কের। অনুমতিক্রমে ব্যবহৃত। ]নেপালের কাঠমান্ডুতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত গ্লোবাল ভয়সেস শীর্ষ সম্মেলনে উপস্থিত সম্প্রদায়ের সদস্যরা। ছবি জের ক্লার্কের। অনুমতিক্রমে ব্যবহৃত।
আজ, ১০ই জুলাই, ২০২৫, গ্লোবাল ভয়েসেস তাদের সংবাদ ও অনুবাদ সাইটগুলো চালু রাখার জন্য ২,৫০,০০০ মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যে একটি অর্থসংগ্রহ প্রচারাভিযান শুরু করছে।
ঐতিহাসিকভাবে, গ্লোবাল ভয়েসেস মূলত বিভিন্ন ফাউন্ডেশন এবং অন্যান্য অনুদান প্রদানকারী সংস্থার দ্বারা সমর্থিত হয়ে আসছে, এবং আমরা সেই সহায়তা পেয়ে কৃতজ্ঞ। কিন্তু বেশ কিছু সরকারের বৈদেশিক সাহায্য খাতে ব্যাপক কাটছাঁটের কারণে অলাভজনক সংস্থাগুলির জন্য উপলব্ধ তহবিল কমে যাচ্ছে, যার ফলে আমাদের মতো ডিজিটাল অধিকার রক্ষাকারী সংস্থাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়াও, বর্তমান সময়টি সংবাদ ও অনুবাদ সংস্থাগুলির চলার জন্য বেশ কঠিন। নতুন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারে বিভিন্ন গণমাধ্যমে কর্মী ছাঁটাই করা হচ্ছে এবং গণহারে তৈরি ও প্রচার করা ভুল তথ্য মানসম্পন্ন সংবাদ বলয়কে আচ্ছন্ন করে ফেলছে। এই চ্যালেঞ্জিং সময়েও গ্লোবাল ভয়েসেসের প্রতিবেদনের সংখ্যা এবং পাঠকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেহেতু আমরা কখনও পড়ার জন্যে অর্থ চেয়ে পেওয়াল ব্যবহার না করতে এবং অর্থ আয়ের জন্যে বিজ্ঞাপন না দেখানোর নীতিতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই পাঠকদের অনুদান ছাড়া গতানুগতিকভাবে আমাদের পরিচালনার ব্যয় মেটানো সম্ভব নয়।
গ্লোবাল ভয়েসেস পরিচালনা করতে তুলনামূলকভাবে কম খরচ হয়, কারণ আমাদের কোনো অফিস নেই, ভাড়া দিতে হয় না এবং খুব বেশি সরঞ্জামও কিনতে হয় না। আমরা আমাদের সাইট হোস্ট করার জন্য সার্ভার ভাড়া এবং আরও কিছু প্রশাসনিক খরচ বহন করি। তবে আমাদের বেশিরভাগ ব্যয়ই কর্মীদের বেতন বাবদ। অনেক অনুদান প্রদানকারী সংস্থা কর্মীদের পারিশ্রমিকের একটি ছোট অংশ ছাড়া বেশি অর্থ দিতে চান না, কারণ তারা সরাসরি নির্দিষ্ট প্রকল্পের কার্যক্রমের জন্য অর্থায়ন করতে পছন্দ করেন। কিন্তু আমাদের সমস্ত কার্যক্রমের মূল ভিত্তি হলো কর্মীদের সময়।
আমাদের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সংবাদ নিয়ে গবেষণা করেন, গল্প লেখেন ও সম্পাদনা করেন, অনুবাদ করেন এবং বিভিন্ন বিষয়ে তুলে ধরেন — এবং কখনও কখনও তারা গ্রাফিক ডিজাইন বা ছবি নির্বাচন, সোশ্যাল মিডিয়া প্রচার এবং আরও অনেক কিছু করেন। এই প্রচারাভিযানের তহবিল দিয়ে আমরা আমাদের সেই সম্প্রদায়কেই সহায়তা করতে চাই, যারা আমাদের সাইটে প্রকাশিত নিবন্ধ, প্রবন্ধ, অনুবাদ, গবেষণা প্রতিবেদন এবং পডকাস্ট তৈরি করেন।
যদি আমাদের সাইটের প্রতিটি পাতা পড়ার (পেজ ভিউয়ের) জন্য এক ডলার করে পেতাম, তাহলে আমাদের কোনো প্রচারাভিযান চালানোর প্রয়োজন হতো না! আর যদি সেই ডলারগুলো মাসিক অনুদান হিসেবে আসত, তাহলে আমরা দীর্ঘমেয়াদী কার্যক্রমের জন্য পরিকল্পনা করতে পারতাম এবং সাধারণতঃ বর্তমান নিয়ে কম চিন্তিত থাকতাম। কিন্তু আমরা জানি যে বিভিন্ন কারণে সবাই হয়তো অর্থ প্রদানে সক্ষম বা ইচ্ছুক না, তাই আমরা এটিকে এভাবে ভাবতে পারি: মাসিক সাইট ভিজিটর এর এক-পঞ্চমাংশ অংশ থেকে তারা পাঁচ ডলার করে দিলেন, অথবা এক-দশমাংশ থেকে দিলেন দশ ডলার করে। আর হয়তো এই মাসে যারা কিছু পড়েননি কিন্তু আমাদের কাজকে বিশ্বাস করেন, তারা পঁচিশ ডলার দিলেন, এবং যারা অনুবাদ ভালোবাসেন, তারা আরও পনেরো ডলার পাঠালেন… আপনি নিশ্চয়ই ধারণাটা বুঝতে পারছেন।
আমরা আশা করি আপনি সেইসব অর্থসাহায্যকারীর মধ্যে একজন হবেন, আর যদি এখনই নাও পারেন, তবুও আমরা আশা করি আপনি আমাদের সাইটে পড়তে আসবেন এবং সময় কাটাবেন, তারপর অন্যদের কাছে আমাদের কথা বলবেন। গ্লোবাল ভয়েসেস একটি সংবাদ সাইটের চেয়েও বেশি কিছু। এটি একটি প্রদায়কদের সম্প্রদায়, এবং আমরা চাই আপনি এর অংশ হোন। আমরা সামাজিক মাধ্যমে প্রচারাভিযান এবং গ্লোবাল ভয়েসেস সম্পর্কে তথ্য শেয়ার করব, তাই অনুগ্রহ করে সেগুলো আরও প্রচার করুন যাতে আরও বেশি মানুষ আমাদেরকে চিনতে পারে এবং কীভাবে তারা যুক্ত হতে পারে সে সম্পর্কে জানতে পারে। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ!
সাহায্য করুন
(English) ভাষায় লিখেছেন Malka Older(বাংলা) ভাষায় অনুবাদ করেছেন রেজওয়ানমূল লেখাটি দেখুন (English)Copyright 2025 Global Voices Online - Bangla. Delivered by Newstex LLC. All Rights Reserved.